ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৫ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ওপর ইউপিডিএফের ন্যাক্কারজনক হামলা

  • আপডেট: Monday, September 8, 2025 - 11:59 am

নিজস্ব প্রতিবেদক।। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তবলাছড়ি এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনীর সাতজন সদস্য আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, হামলাকারীরা নারীদের উস্কানি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে সেনা সদস্যদের উপর আক্রমণ চালায়, যা মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের পরিপন্থী। এই কৌশলকে সেনাবাহিনী ‘অনৈতিক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে।

জাতির গর্বিত বাহিনীর উপর এমন নৃশংস হামলাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। তাদের মতে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রীয় নিরাপত্তা দুর্বল করার অপচেষ্টা চলছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এলাকাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠে এসেছে।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো দেশের অখণ্ডতা, শান্তি ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত বাহিনীর উপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট মহল মনে করছেন, এ ঘটনায় শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতির নিরাপত্তা ও মর্যাদার উপর আঘাত এসেছে।