খাগড়াছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির নেতা গ্রেপ্তার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের শাপলা চত্বর এলাকায় খাগড়াছড়ি সদর থানা পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রূপন কান্তি বড়ুয়া। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রূপন কান্তি বড়ুয়া সদর উপজেলার শান্তিনগর (কলোনি পাড়া) এলাকার বাসিন্দা এবং প্রয়াত ফরিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রূপন কান্তি বড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











