ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ৬:১৬ অপরাহ্ন

শিরোনাম

কুতুবদিয়ায় জেলা পরিষদের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:58 am

এআর আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ।।
কুতুবদিয়ায় জেলা পরিষদের জমিতে গড়ে ওঠা অবৈধ ৬টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার জেলা পরিষদের সার্ভেয়ার কাউসার হামিদ। এসময় নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ইখতিয়ার, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সোহেল রানা, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলমসহ যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর ধরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ার আজম সড়কের পশ্চিম পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে সেমিপাকা দোকান নির্মাণ করে দখল করে রেখেছিল এক পক্ষ। এতে সরকার কোনো রাজস্ব পেত না। জেলা প্রশাসকের নির্দেশে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে উচ্ছেদকৃত মালামাল নিলামে তোলা হলেও অংশগ্রহণকারী না থাকায় সেগুলো স্থানীয় দুটি মসজিদের উন্নয়ন কাজে হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন বলেন,
“সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার ব্যাপারে সারাদেশে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়ায় জেলা পরিষদের এই ছয়টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এর আগে দখলদারদের নোটিশ প্রদান করা হয়েছিল। ইতোমধ্যে কুতুবদিয়ায় আরও অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়েছে।”