ঢাকা | আগস্ট ২৪, ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম

কামারখন্দে জামায়াতের নির্বাচনী জনসভা 

  • আপডেট: Saturday, August 23, 2025 - 9:01 pm
মো.কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ২ নং ঝাঐল ইউনিয়নের বরধুল বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
২ নং ঝাঐল ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও  সেক্রেটারি আলমগীর হোসেন আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ-৫  আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সদস্য কেন্দ্রীয় মজলিশে শুরা, আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামারখন্দ উপজেলা আমির মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি জেনারেল নাঈম আহাম্মেদ, উপজেলা নায়েবে আমীর আতাউর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।