ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই হ্রদ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, September 20, 2025 - 10:15 am

কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পানিরমার টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, কাপ্তাই হ্রদের তীরে হারুন উর রশিদের বাড়ি। শুক্রবার গভীর রাতে তিনি হ্রদের পানিতে ঝাঁপ দিলে নিখোঁজ হন। খবর পেয়ে ভোরে ডুবুরি দল তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে এবং পরে তা রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন হারুন উর রশিদ মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাতে তিনি বাড়ির বারান্দা থেকে হ্রদে লাফ দেন। অন্ধকারে উদ্ধার অভিযান চালানো সম্ভব না হওয়ায় ভোরে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।