ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস অনুষ্ঠিত

  • আপডেট: Monday, September 15, 2025 - 10:22 am

কাপ্তাই প্রতিনিধি ।। রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইনস্টিটিউটের উডশপ, পূর্ব (সিভিল উড) টেকনোলজি বিভাগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় পর্বের শিক্ষার্থীসহ অভিভাবকেরা অংশ নেন। সভাপতিত্ব করেন বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস। তিনি বলেন, “লেখাপড়া ছাড়া অন্য কোনো কিছু আমি চাই না। পড়াশোনায় আমি চাই জিরো টলারেন্স। শিক্ষার্থীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনায় মনোযোগী হবে এবং মোবাইল ফোনের ব্যবহার থেকে দূরে থাকবে।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইনস্ট্রাক্টর মো. ইকবাল হায়দার। শুরুতে স্বাগত বক্তব্য দেন অটোমোবাইল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রহমত উল্যাহ।এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক ওমর ফারুক (চিফ ইন্সট্রাক্টর, এমটি), মানস বড়ুয়া (ইন্সট্রাক্টর, ইটি), অভিভাবক কায়সার মাহমুদ ও এএনএম শাহরাজ ইসলাম, শিক্ষার্থী মো. মিনহাজ এবং মো. বেলাল।

আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীদের জন্য এই ধরনের ওরিয়েন্টেশন ক্লাস শিক্ষাজীবনের শুরুতেই দিকনির্দেশনা দেয় এবং অভিভাবক দিবস তাদের সাথে শিক্ষকদের নিবিড় যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখে।