ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ৬:২২ অপরাহ্ন

কাপ্তাইয়ে ভোটার বেড়েছে ১৭০৭ জন

  • আপডেট: Sunday, November 23, 2025 - 3:45 pm

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চলতি বছরের গত ২০ অক্টোবর সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা এবং ভোটকেন্দ্র প্রকাশ করেছেন। প্রকাশিত তালিকায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবার মোট ভোটার ৫০ হাজার ৪ শত ৬৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ১ শত ৭৭ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২ শত ৮৭ জন। গতবারের চেয়ে ভোটার বেড়েছে ১৭ শত ৭ জন। গতবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৮ হাজার ৭ শত ৫৭ জন। কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল হতে এই তথ্য পাওয়া যায়।

তিনি আরও জানান, এই বছর কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নের ২২টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪টি, ২ নং রাইখালী ইউনিয়নে ৫টি, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩টি, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৫টি এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, দীর্ঘ দিন পরে বাংলাদেশের জনসাধারণ সঠিক সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করে। কাজেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা আমাদের পবিত্র দায়িত্ব। কাপ্তাই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে প্রশিক্ষণের জন্য ভোট গ্রহণ কর্মকর্তা চূড়ান্ত করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে সেইজন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।