কর্ণফুলী নদীতে অভিযান, নিষিদ্ধ চরঘেরা ও ভাসা জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক।
কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চরঘেরা ও ভাসা জাল জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। অভিযানে মোট প্রায় ১২০০ মিটার জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌ পুলিশের যৌথ উদ্যোগে হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মো. জহির উদ্দিন ভূঁইয়া, হালদা অস্থায়ী নৌ পুলিশের প্রধান এসআই রমজান আলী ও সোহেল রানা। মৎস্য দপ্তরের পক্ষে সহকারী আবু মোহাম্মদ নোমান এবং হালদা পাহারাদার সুমন দাস অভিযানে অংশ নেন।
অভিযানকালে একটি চরঘেরা জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার। এছাড়া তিনটি ভাসা জাল জব্দ করা হয়, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
জব্দকৃত নিষিদ্ধ জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।











