ঢাকা | অক্টোবর ২৬, ২০২৫ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে বিএফইউজের সভায় সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি

  • আপডেট: Sunday, October 26, 2025 - 7:54 pm

 

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

 

কক্সবাজারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

 

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে ২১ দফা দাবি উত্থাপন করা হয়।

 

শহরের কলাতলীর একটি হোটেলে আয়োজিত এ সভায় উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতা-বিরোধী সকল কালা কানুন বাতিল এবং আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএফইউজের নির্বাহী কমিটির কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, অনলাইন এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জন্য একটি সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

 

এর আগে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।