কক্সবাজারের ঈদগাঁওতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

কক্সবাজার প্রতিনিধি।।কক্সবাজারের ঈদগাঁওতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী চাক্কার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি ফেরত ব্যবসায়ী সাহাব উদ্দিনের বসতবাড়িতে রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৭-৮ জন সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা ঘরের গেস্টরুমের জানালার রড কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় গৃহকর্তা সাহাব উদ্দিন, তার ভাবী ও ভাতিজা ফাহিম ডাকাতদের প্রহারে আহত হন।
ভুক্তভোগী সাহাব উদ্দিনের দাবি, ডাকাত দল প্রায় ৯ ভরি স্বর্ণ, এক লাখ ৬৫ হাজার টাকা ও তিনটি মোবাইল লুট করেছে এবং দুইটি মোবাইল ভাঙচুর করেছে। তবে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান জানান, ভূক্তভোগীরা সাত/আট ভরি স্বর্ণ ও নগদ টাকা- মোবাইল লুটের কথা বলেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমাজসর্দার জহির আলম জানান, ঘটনার দিন গৃহকর্তার শাশুড়ি বেড়াতে আসায় স্বর্ণালংকার বেশি ছিল। ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন বাবুল জানান, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। মহিলা মেম্বার জাহেদা বেগম অভিযোগ করেন, এলাকায় প্রায় প্রতিরাতে চুরি-ডাকাতি হচ্ছে, অথচ পুলিশের উপস্থিতি নেই।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।