ঢাকা | ডিসেম্বর ১৬, ২০২৫ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

এক দেশে দুই আইন চলতে পারে না-ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 8:31 pm

 

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বান্দরবান শহরের টাংকি পাহাড় নও মুসলিম পাড়া, ইসলামপুর এলাকা ও আশপাশের স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মুসল্লি ও স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

 

বিতরণকৃত লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বার্তা অন্তর্ভুক্ত করা হয়।

 

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক হয়েও ১৯৭২ সালের সংবিধানের পরিবর্তে ১৯০০ সালের ব্রিটিশ রেগুলেশন আইন দ্বারা পরিচালিত হচ্ছে। এক দেশে দুই আইন চলতে পারে না। দ্বৈত আইন বাতিল না হলে এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।” তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন পার্বত্য জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।