আশুলিয়ায় আলোচিত রুবেল হত্যার মূল হোতাসহ একজন গ্রেফতার

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর ইউপি সদস্যের ভাই রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫) ও সহযোগী জুয়েল (৩৬)কে গ্রেফতার করেছে র্যাব-৪। আমজাদ সাভার উপজেলার আশুলিয়া থানার পাড়াগ্রাম এর আশরাফ আলী মন্ডলের ছেলে। তার সহযোগী মো. জুয়েল একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত রুবেল মণ্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার জনৈক নায়েব আলী মণ্ডলের ছেলে।
নিহত রুবেল তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। কিছু দিন আগে আসামিদের সঙ্গে তার মাছের ঘের নিয়ে বিবাদ সৃষ্টি হয়। গত ৭ মে আসামিরা মিমাংসার কথা বলে তাকে আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে নিয়ে যায়। পরে সেখানে থেকে নিহত রুবেলকে তার ভাইয়ের মাছের ঘেররের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করে। পরে লোকজন দেখে ফেলার ভয়ে হত্যার মূল হোতা আমজাদ তার সহযোগী জুয়েলকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে ভিকটিমের পরিবার ও আশুলিয়া থানাকে অবহতি করে। নিহত রুবেলের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় র্যাব আসামিদের অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে করলে তারা রুবেলকে হত্যা করার কথা স্বীকার করেন। একইসঙ্গে আসিমিরা তাকে মাছের ঘের নিয়ে বিবাদের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান।