ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট: Friday, March 7, 2025 - 1:36 pm

ইউসুফ আলী খান।। ঢাকার অদুরে সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার পবনারটেক রূপায়ণ মাঠ এলাকার মো: শরিফের ঝুটের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটকে তলব করা হয়।

জানা যায়, ঝুট গোডাউনের টিনশেডের ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশে পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ১৫-এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।