ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম

আবারও একই দলে তামিম-মামুদউল্লাহ-মুশফিক, যুক্ত হলেন মিরাজ-সাইফউদ্দিনও

  • আপডেট: Sunday, February 9, 2025 - 5:30 am

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট আসরের পর্দা নামলো শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। বিপিএল শেষ হতেই ডামাডোল বাজতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ মাঠে গড়াবে খেলা।

টুর্নামেন্টটিতে অংশ নেয়া ক্লাবগুলো এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে দল গোছাতে। বরাবরের থেকে এবার যেন আরো বড় দল গড়তে যাচ্ছে দেশের ক্রিকেটের নামী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি আসরে দলটিতে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এছাড়া রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

 

তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম, মুশফিক হাসানরাও রয়েছেন দলে। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন, রনি তালুকদারও রয়েছেন দলে। কোচিং প্যানেলে মিজানুর রহমান বাবুল রয়েছেন। ম্যানেজার হিসেবে রয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।

দলটির সংগঠক তরিকুল ইসলাম টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অধিনায়কত্ব কে করবেন দলের সেটি এখনো নিশ্চিত নয়।