ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৫ - ১০:০২ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

  • আপডেট: Thursday, December 18, 2025 - 7:02 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় বিষপানে এক যুবক ও পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুন্দিপপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাকিব (২৫) নিজ বাড়িতে বিষপান করেন। তিনি মৃত শাহ আলমের একমাত্র পুত্র। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা প্রাথমিক চিকিৎসা ও ওয়াশ শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই ছোটন জানান, মোহাম্মদ সাকিব দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

একই দিন দুপুরে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন শাকিলের একমাত্র কন্যা সোহা (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে অবস্থিত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।