ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় পাউবো জায়গায় উচ্ছেদ আতঙ্কে শত শত ভূমিহীন পরিবার

  • আপডেট: Sunday, September 14, 2025 - 12:04 pm

আনোয়ারা প্রতিনিধি।। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ সংলগ্ন অকেজো জায়গায় বসবাসরত শত শত ভূমিহীন পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। বহু বছর ধরে এসব পরিবার ওই জায়গায় ঘরবাড়ি নির্মাণ করে জীবনযাপন করছে। তবে সাম্প্রতিক সময়ে পাউবোর উচ্ছেদ নোটিশ ও মাইকিংয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধসহ হাজারো মানুষ।

মেরিন একাডেমি এলাকার বাসিন্দা মোহাম্মদ নবী হোসেন বলেন, “আমাদের যদি উচ্ছেদ করা হয়, তবে খোলা আকাশের নিচে থাকতে হবে।” শুধু তিনিই নন, এ হাহাকার শত শত পরিবারের।

অভিযোগ উঠেছে, যে উচ্ছেদ অভিযান চালানোর কথা হচ্ছে, তার পেছনে কোনো তাৎক্ষণিক উন্নয়ন পরিকল্পনা নেই। স্থানীয়দের আশঙ্কা, উচ্ছেদের পর ফাঁকা জায়গাগুলো পরিণত হতে পারে অপরাধের নিরাপদ আশ্রয়ে। ইতোমধ্যেই পরিবারগুলো মানববন্ধন ও প্রশাসনের কাছে দরখাস্ত দিলেও তাতে কোনো সাড়া মেলেনি। ফলে আতঙ্কে অনেক শিশু স্কুলে যাচ্ছে না, অনেকে কাজ ছাড়তে বাধ্য হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না করে পরিবারগুলোকে উচ্ছেদ করা অমানবিক হবে। আনোয়ারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন শাহও একই দাবি জানান।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহিদ জানান, উচ্ছেদ অভিযানের আগে সীমানা নির্ধারণ প্রক্রিয়া চলছে এবং ভূমিহীন পরিবারগুলোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

স্থানীয়রা মানবিক দিক বিবেচনায় সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।