ঢাকা | এপ্রিল ২৫, ২০২৫ - ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড

  • আপডেট: Wednesday, February 12, 2025 - 1:03 pm
এম এ হাসান, টেকনাফ: কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সমুদ্রসীমা উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্ত বিসিজি স্টেশন সেন্টমার্টিন এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথভাবে সেন্টমার্টিনে মাসব্যপী পরিবেশ রক্ষা ও পরিছন্নতা কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিতে সাধারণ জনগণ অত্যন্ত প্রফুল্ল চিত্তে কোস্ট গার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।