ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৫:০১ পূর্বাহ্ন

সাভারে মোবাইলে ভিডিও চালু করে ফাঁস নিল কিশোরী

  • আপডেট: Wednesday, November 20, 2024 - 12:04 pm

এইচ এম সাগর : সাভারে মায়ের সঙ্গে অভিমান করে মোছাঃ তানহা (১৩) নামের এক কিশোরীর গলায় ফাঁস দেওয়ায় মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঁচদাগ এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরী পাবনা জেলার সুজানগর থানার পাইকপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বাবা সিলেটে থাকেন এবং মা মোসাঃ তানিয়া দুই সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গতকাল রাতে তানহার মা মেয়েকে শাসন করেছিলেন, পরে প্রতিদিনের মতো সকালে মা কাজে চলে যায়। এই ফাঁকে দুপুরে ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তানহা।

ঘটনাস্থল পরিদর্শনকারী সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুতাসিন বলেন, মা একটু শাসন করায় সেই অভিমানে কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেওয়ার আগে মোবাইলের ভিডিও চালু করে রাখে সে। আত্মহত্যার পুরো ভিডিওটি মোবাইলে ধারণ হয়।