ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৪:৪১ অপরাহ্ন

শিরোনাম

সাভারে এস.এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

  • আপডেট: Sunday, November 12, 2023 - 3:02 pm

এইচ এম সাগর,সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এস.এ. পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

রোববার ১২ নভেম্বর বিকেলে এস.এ. পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পরিবাহনের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আড়াই হাজার পিচ ইয়াবাসহ তাদের দু’জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, কক্সবাজার থেকে এস.এ. পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটায় করে মাদক ব্যবসায়ী চক্র আড়াই হাজার পিস ইয়াবা সাভারে নিয়ে আসে। বিকেলে কুরিয়ার সার্ভিস থেকে সেই ইয়াবা গ্রহণ করতে আসে বাবলু ও শরিফ নামের স্থানীয় দুই মাদক ব্যবসায়ী। এসময় ইয়াবাসহ তাদের দু’জনকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।