ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৮:২৪ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক শাবান মাহমুদের চুক্তি বাতিল

  • আপডেট: Wednesday, August 14, 2024 - 4:37 am

জাগো জনতা অনলাইন।। 

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন শাবান মাহমুদ। তার সেই চুক্তিটি বাতিল করে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

 

এর আগে, ২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এরপর ২০২২ সালের ২ নভেম্বর আরও দুই বছরের জন্য তার নিয়োগ বর্ধিত করা হয়েছিল।