ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৪:৫৭ পূর্বাহ্ন

লামায় আরসিসি সড়কের কাজে নিম্নমানের সামগ্রী  ব্যবহার, ব্যবস্থা নিলেন প্রকৌশল বিভাগ

  • আপডেট: Thursday, May 30, 2024 - 7:30 pm

লামা সংবাদদাতা।। 

বান্দরবানের লামা পৌরসভার শীলেরতুয়া একটি আরসিসি সড়কের কাজে অতিমাত্রা খারাপ কঙ্ক্রীট-মিক্সারে অনিয়ম জানার সাথে সাথে কার্যকরী ব্যবস্থা নিয়েছেন পৌর কর্তৃপক্ষ- প্রকৌশল বিভাগ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ৩০ মে দুপুরে লামা প্রেসক্লাবের ২ জন সদস্যসহ সাংবাদিকরা সরেজমিন গিয়ে কাজটির অনিয় দেখতে পায়। সাথে সাথে বিষয়টি পৌরসভার প্রকৌশলী মোঃ জুলকারনাইমকে অবহিত করা হয়। তাৎক্ষনিক সরেজমিন গিয়ে তিনি অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন। একই সময় কাজে ব্যবহৃত অতি নিন্মমানের কঙ্ক্রীট সমুহ সেখান থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘সাইটে কংকর ২ ধরনের ছিলো, যেগুলোর গুণগত মান ভালো ছিলো সেগুলো দিয়েই ঢালাই দিতে বলা হয়েছে। খারাপ কংকর গুলো সাইট থেকে সরানোর নির্দেশ আগেই দেয়া হয়েছে’। কিন্তু দুর্নীতিবাজ লোভী ঠিকাদার ইঞ্জিনিয়ার চলে আসার পর খারাপ কংক্রিট দিয়ে কাজ করতে থাকে বলে স্থানীয়রা জানান। জানাযায়, মেসার্স থোয়াই মার্মার লাইসেন্সে কাজটির কার্যাদেশ হয়। খোঁজ নিয়ে জানাগেছে, প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে কাজ করাচ্ছে মোঃ তাছাদ্দেক হোসেন গং। অর্থসালসহ কাজের সবিস্তার জানতে চাওয়া হলে, পৌরসভার প্রকৌশলী, এসব বিষয়ে জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এদিকে অভিযোগ পাওয়ার সাথে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীয়রা।