ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানীতে দুই গাড়ির সংঘর্ষে মাঝে পড়ল মোটরসাইকেল, নিহত ২

  • আপডেট: Thursday, October 24, 2024 - 6:28 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন সড়কে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এ সময় দুই গাড়ির মাঝে পড়ে এক মোটরসাইকেল। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় দিকে এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

স্বজনরা জানান, চন্দ্রিমা উদ্যানের সেতুর কাছাকাছি সড়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার সংবলিত একটি গাড়ির সঙ্গে বেসরকারি একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরোহীসহ মোটরসাইকেল গাড়ি দুটির মাঝে পড়ে যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক মারা যান।

অপরজনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা থানায় রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।