ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৪:১১ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

  • আপডেট: Sunday, July 14, 2024 - 6:47 pm

হাবীব আজম, রাঙামাটি।।

রাঙামাটিতে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন।

 

রোববার (১৪ জুলাই) সকালে রাবার বাগান আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন ডাবুয়া এলাকায় এসব বিতরণ করা হয়।

 

এসময় অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয়সহ মোট ১৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

 

এসময় রাঙামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার মেজর মোঃ গোলাম সারোয়ার শুভ এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন।

 

রাবার বাগান আর্মি ক্যাম্পের আওতাধীন ডাবুয়া এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।