ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম

ভাষা শহীদদের প্রতি আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন 

  • আপডেট: Wednesday, February 21, 2024 - 7:44 am
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।। 
আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনোয়ারা প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার একুশের প্রথম প্রহরে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, সহ-সভাপতি ডি এইচ মনসুর, সাধারণ সম্পাদক জাহেদুল হক, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক নাবিদ, অর্থ সম্পাদক ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মোঃ জাবেদুল ইসলাম,অফিস সম্পাদক রিয়াদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন সুশীল, পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক নুরুল কবির,সদস্য আরাফাত হোসেন প্রমুখ।