ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৩ অপরাহ্ন

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, April 17, 2024 - 8:03 pm
এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোঃ সাফওয়ান(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় নিহতের নানা বাড়ী বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাহাদুর হাওলাদার বাড়িতে এঘটনা ঘটে। নিহত শিশু বোরহানউদ্দিন পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রহমতুল্লাহর ছেলে।
নিহত শিশুর মা শাহিনা বেগম ও প্রতিবেশীরা জানান, ঈদ উপলক্ষে ছেলে মোঃ সাফওয়ানকে নিয়ে নানা বাড়ী কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বেড়াতে যান।
ঘটনার দিন সকাল ৯টার দিকে হঠাৎ করে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির একপর্যায়ে তার মা শাহিনা বেগম ঘরের পাশে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখে।
উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।