ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৯:০৮ অপরাহ্ন

শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, August 13, 2024 - 11:44 am

জাগো জনতা অনলাইন।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২ আগস্ট (সোমবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি ও ছাত্রশিবিরসহ প্রায় ২৯ টি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম এ সভায় অংশগ্রহণ করে।

চলমান সংকট উত্তরণে ছাত্রসমাজের করণীয় নিয়ে সকল ছাত্রগঠনের প্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেন। সভায় বৈষম্যবিরোধী আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী দিনে সকল জাতীয় ইস্যুতে ছাত্রসংগঠনের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।