ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৫:৩১ অপরাহ্ন

শিরোনাম

বিএনপির পরে পেছাল সরকার দলীয় তিন সংগঠনের সমাবেশও

  • আপডেট: Wednesday, July 26, 2023 - 7:42 pm

জাগো জনতা ডেস্ক: আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ডাকা বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ৩টায় শেরেবাংলা নগরের মেলা মাঠে তিন সংগঠনের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার রাত নয়টার দিকে বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ পেছানোর ঘোষণার পরপরই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ পেছানোর ঘোষণা দিল।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেন, “শেরেবাংলা নগরের মেলা মাঠে আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা’ জন্য নির্ধারিত মাঠটি প্রস্তুত করতে আরও একদিন সময় লাগবে। তাই সমাবেশ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।”

গেলো ২২ জুলাই ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠন “তারুণ্যের সমাবেশ” করে। সেখান থেকেই ২৭ জুলাই মহাসমাবেশের ডাক দেওয়া হয়।
একইদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশ থেকে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এই সমাবেশ করার কথা ছিল ২৪ জুলাই।

তবে বিএনপির মহাসমাবেশ পেছানোর ঘোষণা দেওয়ার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও সমাবেশ পিছিয়ে দেওয়া হয়।

২০২২ সালের ডিসেম্বর থেকেই ক্ষমতাসীন ও বিরোধী দল ঢাকাসহ সারা দেশে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। বিএনপিসহ বিরোধীরা কর্মসূচি ঘোষণা করলে সেদিন রাজপথে কর্মসূচি রাখছে ক্ষমতাসীন দলও।