ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:৫৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে আশ্রয়ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন সচিব সবুর

  • আপডেট: Saturday, September 30, 2023 - 6:01 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন পদোন্নতিপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়নকৃত সচিব আব্দুস সবুর মন্ডল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাহিনদহ গ্রামে প্রধানমন্ত্রী উপহার আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন সচিব আব্দুস সবুর মন্ডল।

এসময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক শরিফুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সচিব আব্দুস সবুর মন্ডল উপজেলার হোসেনপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘর সমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন।