ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম

ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন তিনটি শাখার উদ্বোধন

  • আপডেট: Tuesday, March 19, 2024 - 9:05 am

জাগো জনতা ডেস্ক।। 

গত ১৮ মার্চ, ২০২৪ ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এনবিএলএসএল)-এর নতুন তিনটি শাখার উদ্বোধন হয়েছে ঢাকার বনানীর কামাল আতাতুর্ক, ধানমন্ডির সাতমাসজিদ রোড এবং মিরপুরের পল্লবীতে। নতুন শাখাগুলো শেয়ার বাজারকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এনবিএলএসএল মনে করে। এনবিএলএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল-মামুন হাসান আনুষ্ঠানিকভাবে তিনটি শাখার পরিদর্শন ও উদ্বোধন করেন।

 

নতুন শাখাগুলো নতুন বিও ওপেন, শেয়ার কেনাবেচা সহ বিনিয়োগকারী, কর্পোরেট সংস্থা এবং প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা পূরণ করতে প্রস্তুত। সকল ক্লায়েন্টের চাহিদা এবং প্রয়োজনীয়তা হিসেবে বিস্তীর্ণ সেবা, ট্রেক (মোবাইল ট্রেড অ্যাপ)-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্লাটফর্মের সংযোগ, এবং ক্লায়েন্টদের যাবতীয় সহযোগিতা করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এনবিএলএসএল।