ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৮:০০ পূর্বাহ্ন

নন-ক্যাডারে ১৬৫৪ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট: Tuesday, June 27, 2023 - 3:47 am

অনলাইন ডেস্ক: সরকারের বিভিন্ন দপ্তরে নন-ক্যাডার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের (এটিইও) ১৫৯টি পদসহ একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২৬ জুন) নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এসব পদে আবেদন আজ থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে মোট ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে ৫০টি ৯ম গ্রেড, ১ হাজার ৪২৮টি ১১তম গ্রেড ও বাকি ১৭৬ পদ ১২তম গ্রেডের। এরমধ্যে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের (এটিইও) ১৫৯টি পদ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ হাজার ৬৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী। এরপর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৪০১ পদে মিডওয়াইফ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার পদে ১৭৬ জন ও সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের (এটিইও) ১৫৯টি পদ। এছাড়া আরও ১৬টি ক্যাটাগরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে বাকি নিয়োগগুলো দেয়া হবে।