ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

দীপংকর তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাঙামাটি বন বিভাগ

  • আপডেট: Tuesday, February 6, 2024 - 5:35 pm
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি।।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারকে  ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  বন বিভাগ রাঙামাটি অঞ্চল এর কর্মকর্তারা।
মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি চম্পনগরস্থ সাংসদ দীপংকর তালুকদার এর বাসভবনে রাঙামাটি বন সংরক্ষক  মোহাম্মদ মিজানুর রহমান এই ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী,
, ইউএসএফ বন বিভাগ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা,  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা ও  মাসুম আলম, জুম নিয়ন্ত্রণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো: তবিবুর রহমান এবং রেঞ্জ কর্মকর্তা  মোঃ মিজানুর রহমান চৌধুরী,মোঃ কামরুল ইসলাম ও  খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।