ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম সিআরবিতে শিরিষ তলায় পর্দা উঠলো ২১ শে বই মেলার

  • আপডেট: Friday, February 9, 2024 - 5:47 pm
ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।। 
নগরীর প্রকৃতির ফুসফুস খ্যাত সবুজ শ্যামল শতবর্ষী বৃক্ষের ছায়া ঘেরা সিআরবিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধন হলো। বিকেল থেকে ভিড় করছেন নানা বয়সী মানুষেরা। তবে তখনও কিছু স্টলে নির্মাণকাজ কাজ চলছিল।
বেলা চারটায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
চসিকের আয়োজনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এ বইমেলা উদ্বোধন হলো। ৪৩ হাজার বর্গফুটে ঢাকা ও চট্টগ্রামের ৯২টি প্রকাশনা সংস্থার ১৫৫টি স্টল করা হয়েছে । এর মধ্যে ডাবল স্টল ৭৮টি, সিঙ্গেল ৭৭টি। এবারের বইমেলার বাজেট ৫০ লাখ টাকা। এবারও জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
বাতিঘর, প্রথমা, অন্যধারা, সাহিত্য বিচিত্রা, মূর্ধন্য, লাবণ্য, তৃতীয় চোখ, আবির প্রকাশন, গলুই, বলাকা, খড়িমাটি, শব্দশিল্প, কাকলী, কালধারা, বিদ্যানন্দ, কথাপ্রকাশ, নন্দন, শৈলী প্রকাশন, বলাকা, ইতিহাসের খসড়া, রাদিয়া, চন্দ্রবিন্দু, গল্পকার, প্রজ্ঞালোক, নালন্দা, শিশুপ্রকাশ, প্রতীক, আদিগন্ত, ভোরের কাগজ প্রকাশন, শিখা, সত্যয়ন, নন্দন বইঘর, শালিক, কথাবিচিত্রা, কথা প্রকাশ, আফসার ব্রাদার্স, বাবুই, গাজী, কিডস পাবলিকেশন, হাওলাদার, ফুলঝুড়ি, নাগরী, ফুলকি, জ্ঞানকোষ, কিংবদন্তি, প্রথমা, দ্বিমত, সালফি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মাইজভাণ্ডারী প্রকাশন, আলোকধারা বুকস, লাল সবুজসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
এব মধ্যে বাঁশের বেড়া দিয়ে তৈরি বিদ্যানন্দের স্টলটিকে ঘিরে পাঠক দর্শকদের কৌতূহল দেখা গেছে। সেখানে মেয়েদের ও ছেলেদের বই পড়ার স্থান রাখা হয়েছে।বইমেলা ঘুরে দেখা গেছে প্রজ্ঞালোক স্টলে চট্টগ্রামে বিশিষ্ট প্রতিথযশা সাংবাদিক লেখক গবেষক বীরমুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী লেখা চট্টগ্রামে মুক্তিযোদ্ধা বিষয়ক বই সাজিয়ে রাখা হয়েছে প্রায় বিশটা মতো। এগুলোর প্রতিও মানুষের আগ্রহ বেশি।
মেলায় ঢুকতে হাতের বামে সড়কের একপাশে রয়েছে চসিকের তত্ত্বাবধানে, নগর মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
মেলায় শিশু কর্নারে বিভিন্ন রাইড, মুখরোচক খাবারের স্টল, মৃৎশিল্প সামগ্রীর স্টল ছিল জমজমাট।
আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে।