ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

কর্ণফুলীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত 

  • আপডেট: Saturday, September 30, 2023 - 6:13 pm

জুনাত আরমান কর্ণফুলী ( চট্টগ্রাম) ।।

চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্ণফুলী উপজেলা শাখার নবনির্মিত কমিটির শুভ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার  ফকিরহাট আল- ওমান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্ণফুলী উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ রাখাল চন্দ্র নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী এবং উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলার র সাধারণ সম্পাদক এড.প্রদীপ কুমার চৌধুরী।

এসময় ফারুক চৌধুরী বলেন, নিজেদের অধিকার আদায়ে আপনাদের নিজেদের থেকে এগিয়ে আসতে হবে, আপনারা যদি আপনাদের সমস্যায় এগিয়ে না আসেন তাহলে কেউ আপনাদের ডেকে আনবে না,আপনাদের সমস্যার কথা আপনাদের থেকে আমাদের জানাইতে হবে আমরা চাই সবাই মিলে এই কর্ণফুলী উপজেলাকে বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা হিসেবে পরিণত করতে।তাই আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার সব ধর্মের সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাই নিজেদের  অধিকার আদায়ে সচেতন হতে হবে,তাহলে আমরা একটি সুন্দর উপজেলা উপহার দিতে সক্ষম পারবো বলে মন্তব্য করেন তিনি।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শ্রী তাপস হোড়, সহ – সভাপতি এড. চন্দন বিশ্বাস, সহ সভাপতি শ্রী সুভাষ চৌধুরী, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক চেয়ারম্যান তাপস কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক শ্রী তাপস দে,সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ, সাংগঠনিক সম্পাদক সাজিব বৈদ্য, অর্থ বিষয়ক সম্পাদক সঞ্জয় দে,সদস্য শ্রী প্রণব দাশ গুপ্ত।