ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৫:১৯ অপরাহ্ন

শিরোনাম

এবারের বন্যা ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখব: আসিফ মাহমুদ

  • আপডেট: Saturday, August 24, 2024 - 6:53 am

জাগো জনতা অনলাইন।। বাংলাদেশে এবারের বন্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমরা একটা বাংলাদেশ চাই। বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে।

গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বলছি, সিস্টেমকে পুনর্গঠন করব। তিনি যদি তাঁর ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম পুনর্গঠনে হাত দেব।’

নোয়াখালীর মানুষ বন্যার সঙ্গে খুব পরিচিত না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করব। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে। আপনারা তাদের সহযোগিতা করবেন।’

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানেরা, গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।