ঢাকা | নভেম্বর ১৫, ২০২৪ - ৯:২৭ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • আপডেট: Wednesday, August 7, 2024 - 8:24 am

জাগো জনতা অনলাইন।। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্তঅনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে কবে নাগাত শুর হবে তা সম্পর্কে এখনও কিছুই জানানো হয়নি।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।