ঢাকা | অক্টোবর ১৬, ২০২৪ - ৪:৩৬ পূর্বাহ্ন

আশুলিয়া থানা বিএমএসএফকে শুভেচ্ছা জানাল বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

  • আপডেট: Thursday, February 1, 2024 - 9:58 am

আসমা আক্তার বিথী।।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আশুলিয়া থানা কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার, আশুলিয়া, ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী বেলা রাবোটায় সময় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল হাজেরা সুপার মার্কেটে বিএমএসএফ এর আশুলিয়া থানা কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে এ সম্ভোধনা জানান বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাভার, আশুলিয়া, ধামরাই আঞ্চলিক কমিটি।

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএমএসএফ এর সভাপতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম রাজু, বিএমএসএফ এর কেন্দ্রীয় সদস্য দৈনিক জাগো জনতা পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ ইউসুফ আলী খান, আশুলিয়া বিএমএসএফ এর সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন সরকার, কার্যকরী সদস্য দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ শামসুল আলম মামুন, সদস্য আমাদের বাংলাদেশ ডটকম এর আশুলিয়া প্রতিনিধি বজলুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগণ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাভার, আশুলিয়া, ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি খোরশেদ আলম এর সাথে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আব্দুল করিম, সাধসাধারণ সম্পাদক মীর তরিকুল ইসলাম, আশুলিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সেতু ইসলামসহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ।