ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

আশুলিয়া উন্নয়ন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, March 2, 2024 - 5:30 pm

 

ইউসুফ আলী খান:

আশুলিয়া উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের বার্ষিক বনভোজন ২০২৪ এবং মাসিক সাংগঠনিক আলোচনা সভা ঐতিহাসিক সোনারগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়।

শনিবার ২ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক সুবর্ণগ্রামের (যা বর্তমানে সোনারগাঁও নামে পরিচিত) পানাম নগরে অনুষ্ঠিত হয়।

আশুলিয়া উন্নয়ন ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনে সহসভাপতি মোবারক হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বনভোজন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আশুলিয়া থানাকে উপজেলায় রূপান্তর, আশুলিয়ায় একটি সরকারি হাসপাতাল ও আশুলিয়াকে জলাবদ্ধতা থেকে দূরীকরণের জন্য নয়নজুলি খাল উদ্ধার সহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বার্ষিক বনভোজন ২০২৪ ও সাংগঠনিক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া উন্নয়ন ফোরামের আব্দুর রহিম উদ্দিন আহমেদ, ডাক্তার ওহাব, আকতার হোসেন, সহির উদ্দিন মোর্শেদ আলম ভূঁইয়া, আব্দুল গফুর মিয়া, সাহিন আহম্মেদ, সিরাজ উদ্দিন, সামাদ মাদবর, নাসির উদ্দিন সহ আশুলিয়া উন্নয়ন ফোরামের সকল নেতাকর্মী ও পরিবারবর্গ।