ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম

হাইকোর্টের আদেশ অমান্য করে হামলা-লুটপাটের অভিযোগে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

  • আপডেট: Sunday, January 25, 2026 - 7:55 pm

রাঙামাটি প্রতিনিধি।
হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। তারা লুট হওয়া মালামাল ফেরত, ক্ষতিপূরণ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফাতেমা আক্তার। তিনি জানান, তাদের পরিবার প্রায় ৩০–৩৫ বছর ধরে রিজার্ভ বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টার সংলগ্ন সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। ২০১৯ সালে জমিটি বন্দোবস্তের জন্য আবেদন করা হলেও পরে একটি মহল হয়রানি শুরু করে।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের পর সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তার নেতৃত্বে তাদের উচ্ছেদের চেষ্টা করা হয়। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন (রিট পিটিশন নং–১০৩/৯৯ অবলিক ২৪) এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু সম্প্রতি তাদের ঘরের ওপর কাঁঠালগাছ ফেলে ঘর ভেঙে দেওয়া হয়।
ঘর মেরামতের সময় ১০০–১৫০ জন লোক নিয়ে হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি। এতে পরিবারের সদস্যরা আহত হন এবং নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা ঘর থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশের উপস্থিতি সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবির মধ্যে রয়েছে— জমির স্থিতাবস্থা বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং ক্ষতিপূরণ প্রদান।
সংবাদ সম্মেলনে মো. ইকবাল, মো. মুরাদ, কুলসুমা আক্তার ও শিক্ষানবিশ আইনজীবী নূর হোসেন উপস্থিত ছিলেন।