ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

  • আপডেট: Monday, January 26, 2026 - 6:19 pm

আদালত প্রতিবেদক।। সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মানবিক বিবেচনায় এই আদেশ দেন।

পাঁচ বছর আগে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় স্বর্ণালীর। সম্প্রতি রাজনৈতিক মামলায় স্বামীর গ্রেপ্তার ও কারাবাস নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি। স্বামীকে মুক্ত করতে নানা চেষ্টা করছিলেন স্বর্ণালী। গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালী ও তাঁর ৯ মাসের শিশুসন্তান নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কারাফটকে স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দামকারাফটকে স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

গত শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে অ্যাম্বুলেন্সের ভেতরে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখেন সাদ্দাম। মাত্র পাঁচ মিনিটের জন্য তাঁকে এই সুযোগ দেওয়া হয়। এরপর তাঁকে আবারও কারাগারে পাঠানো হয়।

সাদ্দামের পরিবারের দাবি, তাঁর প্যারোলে মুক্তির আবেদন করার পরও তা মঞ্জুর হয়নি। তবে যশোর জেলা প্রশাসনের দাবি, সাদ্দামের পক্ষে প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদনই করা হয়নি। পরিবারের মৌখিক ইচ্ছার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে জেলগেটে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়েছে