ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

সুন্দরবনে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

  • আপডেট: Thursday, January 29, 2026 - 11:19 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রাসেল হাওলাদার (৪০)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিসিজি বেইস মোংলার সদস্যরা মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহসহ বিভিন্নভাবে ডাকাত দলকে সহযোগিতা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।