ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম

সীমান্তে পাচারকালে ৭ লক্ষাধিক টাকার রসুন আটক করেছে ১২ বিজিবি

  • আপডেট: Saturday, January 24, 2026 - 6:41 pm

‎বরকল প্রতিনিধি।

‎সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী বড় হরিণা এলাকায় অভিযানে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক করেছে।

‎২৪ জানুয়ারি শনিবার (ভোর ৫টা) ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড় হরিণা এলাকায় কর্ণফুলী নদীতে বার্মা বোটে ভাসমান অবস্থায় একটি অ্যান্ড্রয়েড ফোন ও ১৩৫০ কেজি বাংলাদেশি রসুন ভারতে পাচারের সময় বার্মা বোটসহ আটক করতে সক্ষম হয়।

‎আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭,২৫,০০০/- টাকা।

‎বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

‎বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।