সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে ৪১ বিজিবি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও দুর্গম জনগোষ্ঠীর মাঝে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার অন্তর্গত বগাখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার দুমদুমিয়া ইউনিয়নের বগাখালী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত ও দুর্গম জনগোষ্ঠীর ১১২ জন নারী-পুরুষ ও শিশুকে সংশ্লিষ্ট ইউনিটের মেডিকেল অফিসার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাওসার মেহেদী, সিগন্যালস্। এসময় তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ-এর অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











