ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৩:০৩ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:15 pm

অনলাইন ডেস্ক।। কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম সারাদেশে আজ মঙ্গলবার শুরু হয়েছে। ৭ শা‘বান ১৪৪৭ হিজরি, ২৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ থেকে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এবছর দাওরায়ে হাদীস পরীক্ষায় মোট ২৩,৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এর মধ্যে ছাত্র ১৫,২৬৮ জন এবং ছাত্রী ৮,৬১৩ জন।
এ উপলক্ষে আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান (দা: বা:), মুহতারাম কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান (দা. বা.) এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দেশবাসী, উলামায়ে কেরাম, তালাবায়ে এলেম ও সংশ্লিষ্ট সকলের নিকট পরীক্ষার্থীদের সফলতার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন।

একই সঙ্গে তাঁরা পরীক্ষার্থী, নেগরান (পরিদর্শক), সংশ্লিষ্ট মাদরাসা ও মারকায কর্তৃপক্ষ এবং পরীক্ষা পরিচালনায় যুক্ত সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কওমি অঙ্গনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তাঁরা রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছেও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর আওতায় সরকারি অনুমোদনের আগ পযর্ন্ত কওমী মাদরাসার গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি সারা দেশের কয়েকটি আঞ্চলিক বোর্ডের মাধ্যেমে গ্রহণ করা হতো।

২০১৭ সালে সারা দেশের দাওরায়ে হাদিস মাদরাসাগুলো দেশের সেরা ৬টি বোর্ডের আওতায় এনে সেগুলো নিয়নন্ত্রক সংস্থা হিসেবে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশকে অনুমোদন দেয়ার পর থেকে এই অথরিটির অধিনেই দাওরায়ে হাদিসের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে।

দাওরায়ে হাদীস পরীক্ষা কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তরের পরীক্ষা হিসেবে পরিচিত, যা আলেম-উলামা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়