ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৯:৩৮ অপরাহ্ন

সাজেকে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

  • আপডেট: Sunday, January 18, 2026 - 5:14 pm

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে ৬ নং আদর্শপাড়া, কিয়াংঘাট, সেগুনবাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি; ৩৬ নং সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা; বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন; বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে, তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

সাধারণ মানুষ যেন এই তীব্র শীতে কষ্টে না থাকে, সে জন্য এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।