ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৬ - ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম

সকল ভয়-ভীতি উপেক্ষা করে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে-রাঙামাটি জেলা প্রশাসক

  • আপডেট: Sunday, January 25, 2026 - 7:53 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটি জেলা প্রশাসক এবং ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, সকল ভয়-ভীতি উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটি নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দেবেন। সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে।
কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং রাঙামাটি সিনিয়র নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রাকিব, পিপিএম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম এবং রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।
এ সময় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহমেদসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, প্রশিক্ষণে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সর্বমোট ৩ শত ৩৫ জন প্রশিক্ষণ নেন।