ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

লামায় অবৈধ বালু উত্তোলন: শ্রমিক দল নেতাকে ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট: Friday, January 23, 2026 - 8:40 pm

লামা প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে লামা সদর ইউনিয়নের বলিয়া চর এলাকার মেউলার চর গ্রামে মহিউদ্দিন বুড়ার বাড়ির পাশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। ধৃত শাহাদাত হোসেন লামা পৌর শ্রমিক দলের সভাপতি বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতে তিনি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ স্বীকার করেন।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েদ আহমেদের নেতৃত্বে পরিচালিত আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।