রাঙামাটিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরকল প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রভাব ও প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে বরকল উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিক ইমাম, যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক মেহদি ইমাম, উপসচিব (প্রশাসন-২ শাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন জনাব সৈকত বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি; শান্তনু বড়ুয়া, থানা স্বাস্থ্য কর্মকর্তা, রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা; রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; মো. এহসান, আনসার ভিডিপি কর্মকর্তা, বরকল উপজেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন সুভোলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বড়হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, হেডম্যান, কারবারি এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, বরকল উপজেলার বিভিন্ন বাজার ও গণসমাবেশস্থলে ইতোমধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সাধারণ জনগণকে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে “হ্যাঁ” ও “না” ভোট প্রদানে উৎসাহিত করা হচ্ছে। বক্তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।











