ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ৯:২২ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট: Friday, January 30, 2026 - 6:32 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাটের মোংলায় রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটির নিচে কাটা পড়ে সে।

খবর পাওয়ার সাথে সাথে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বাবুল শেখকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহত বাবুল শেখ উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখের ছেলে।

মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম গাজী বলেন, পারিবারিক সূত্রে জানাগেছে বাবুল শেখ মানসিক ভারসম্যহীন ছিলেন। কারো কোন ধরণের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।