ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

মাইলস্টোনে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 1:33 pm

নিজস্ব প্রতিবেদক।। নিজেদের অবস্থান থেকে বিএনপি মাইলস্টোনে হতাহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা হতাহত পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এ সময় ভুক্তভোগীরা নিজেদের সমস্যার কথা জানাতে চাইলে তারেক রহমান বলেন, আজ হয়তো সবকিছু সম্ভব হবে না। সবকিছু মিলিয়ে আপনারা তো বুঝতেই পারছেন।

তবে যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে, তা করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, নির্বাচনের পর আল্লাহর রহমত হলে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব, ইনশাআল্লাহ। কতটুকু পারব জানি না, তবে আমাদের চেষ্টা থাকবে যতটুকু করা যায়।

তারেক রহমান বলেন, আপনারা একটি বড় বিপদের মধ্যে পড়েছেন।

স্বাভাবিকভাবেই মানুষের জীবনে বিপদ আসে। আমার জীবনেও অনেক বিপদ এসেছে। ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া তো উপায় নেই।

ইনশাআল্লাহ কোনো না কোনো উপায় বের হবে। এ সময় এক ভুক্তভোগী তার সমস্যার কথা জানালে তারেক রহমান বলেন, আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের একটু সময় দিন। আমরা চেষ্টা করছি কী করা যায়।

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ২১ জুলাই দুপুরে বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৩৩ জন মারা গেছে। আর আহত হয় অন্তত ১৬৫ জন।