ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান অধ্যাপক মাহমুদুল হাসান

  • আপডেট: Friday, January 23, 2026 - 8:37 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, বিভাজনের রাজনীতি নয়, দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কর্ণফুলী টানেল চত্বরে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আপনারা যদি সম্প্রীতির বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং চাঁদাবাজমুক্ত সমাজ চান, তাহলে আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান।”
প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, নির্বাচিত হলে আনোয়ারায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি বঙ্গোপসাগর উপকূলকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে পর্যটন খাতকে সম্প্রসারণ করা হবে, যাতে স্থানীয় মানুষকে আর কক্সবাজারমুখী হতে না হয়।
বিএনপির প্রতি ইঙ্গিত করে অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, “বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। বিভাজনের রাজনীতি করবেন না। মানুষকে হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ আপনাদেরও একইভাবে প্রত্যাখ্যান করবে।”
সমাবেশে নেজামে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা জিয়াউল হুসেইন জিয়ার সভাপতিত্বে এবং আনোয়ারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ আবুল হাছান খোকা ও কর্ণফুলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ইসমাইল হাক্কানী, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি ইমরান ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবায়ের আলম মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মনির আবছার চৌধুরী, আনোয়ারার সাবেক আমীর মাস্টার মনসুর আলী, এলডিপির আনোয়ারা উপজেলা সভাপতি হাবিবুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।